সীতাকুণ্ডে জনতা ব্যাংক'র ঋণ মেলা অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি।।
জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস চট্রগ্রাম-বি এর আওতায় শাখা সমূহে প্রকাশ্যে কৃষি ও পল্লি ঋণ বিতরণ কর্মসূচি-২০২৩ বাস্তবায়ন উপলক্ষে ঋন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার(১৪ নভেম্বর) দুপুর ১ টার সময় প্রান্তিক কৃষক ও খামারিদের মাঝে জনতা ব্যাংক সীতাকুণ্ড শাখার কৃষি ও পল্লি ঋন বিতরন কার্যক্রম সম্পন্ন হয়। বিভিন্ন এলাকার ১৩ জন প্রান্তিক কৃষকের মাঝে মোট ৯ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।
জনতা ব্যাংক পিএলসি সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক এস এম জাহিদুন্নবীর সনঞ্চালনায় প্রধান অতিথ বক্তব্যে জনতা ব্যাংক পিএলসি বিভাগী মহাব্যবস্থাপক এস এম আব্দুল ওয়াদুদ বলেন, জনতা ব্যাংক এদেশের জনগণের ব্যাংক। জনগণের সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত। সরকার এই ব্যাংকের মাধ্যমে সারা বছর কৃষক ও খামারিদের জন্য বিভিন্ন ঋনের ব্যবস্থা করেছে । যে কেও চাইলে বিভিন্ন মৌসমে ঋন পরিশোধ করে পূর্ণরাই ঋণ নিতে পারবে । স্বাধীনতার পর থেকে নিরবিচ্ছিন্ন ভাবে অত্যন্ত বিশ্বস্ততার সহিত এই ব্যাংক সাধারণ সেবা দিয়ে যাচ্ছে। এখনো সেই আস্থা ধরে রেখেছে। সময় মতো ঋণ পরিশোধ করে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান করেন তিনি।
উক্ত ঋণ মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি (ইনর্চাজ)এরিয়া অফিস-বি চট্রগ্রাম এরিয়ার সহকারী ব্যবস্থাপক জনাব মো: নূরুল আলম, জনতা ব্যাংক পিএলসি চট্রগ্রাম জেলার সহকারী ব্যবস্থাপক বাদল কান্তি দাশ, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক ফারহান সিদ্দিক ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক, জনতা ব্যাংক সীতাকুণ্ড শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ ঋণ গ্রহীতারা।
খালেদ / পোস্টকার্ড;