তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার
ক্রীড়া ডেস্ক ।।
বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।
গণভবনে শুক্রবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। তিনি অধিনায়ক হয়েই ফিরবেন এশিয়া কাপ দিয়ে।
প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।'
‘কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’
এ সময় পাপন বলেন, ‘যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সেজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে রিহ্যাব করে আশা করছি শিগগিরই আবার ক্রিকেটে ফিরে আসবে।’
তিনি বলেন, ‘এটি সবার জন্যই স্বস্তির। আরে, আমাদের অধিনায়ক যদি না থাকে তাহলে খেলবো কী করে?’
এর আগে গতকাল বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিমের জন্য অপেক্ষা করবে বোর্ড।
খালেদ / পোস্টকার্ড ;