বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে: সীতাকুণ্ড আ. লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ

বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে: সীতাকুণ্ড আ. লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ
বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে: সীতাকুণ্ড আ. লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ

পোস্টকার্ড ডেস্ক ।।   

রাগ, ক্ষোভ, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার কথা বললেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাকের ভূঁইয়ার নেতৃত্বে নৌকার মনোনীত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে সীতাকুণ্ড জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় তারা এ কথা বলেন।।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় পৌরসভা সদরে অবস্থিত এল কে সিদ্দিকী স্কয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক ও ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান এএইচএম তাজুল ইসলাম নিজামীর পরিচালনায় বক্তব্যে দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ ম ম দিলশাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী এসএম আল মামুন।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি ফখরুদ্দিন চৌধুরী, উত্তর জেলা শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর, উত্তর জেলা সাংস্কৃতিক সম্পাদক ও সীতাকুণ্ড  উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উত্তর জেলা সদস্য গোলাম রব্বানী, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানী এবং উপজেলা আওয়ামী লীগের সকল নেতারা ও ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

এসময় এস এম আল মামুন বলেন, আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কোনো প্রতিহিংসা নেই। আশা করছি কারো সাথেই দূরত্ব থাকবে না। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের একসঙ্গে কাজ চাই। যারা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন, তারা সকলে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীকে এ আসন উপহার দিতে চাই। তিনি বলেন, সারা দেশের মতো সীতাকুণ্ডে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি দল। এই দলের অনেক নেতা নৌকা প্রতীক চাইবেন–এটাই স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী যে ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন তিনিই আমাদের প্রার্থী। সকলে মিলে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি নৌকাকে বিজয়ী করতে। কিন্তু কেউ কারও পক্ষ নিয়ে কাউকে খাটো করার চেষ্টা করবেন না। এটা যদি কেউ করে তাহলে মনে করতে হবে, সে নৌকাকে ডুবানোর জন্য পায়তারা করছে। মনে রাখতে হবে শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নেই। 

খালেদ / পোস্টকার্ড ;