শাহ মোহছেন আউলিয়ার মাজারের প্রধান গেট ছিল বন্ধ, সাতশ বছরের ইতিহাসে হয়ে গেল এক অন্য রকম ওরশ

শাহ মোহছেন আউলিয়ার মাজারের প্রধান গেট ছিল বন্ধ, সাতশ বছরের ইতিহাসে হয়ে গেল এক অন্য রকম ওরশ

আনোয়ারা প্রতিনিধি।।

হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) ওরশ ঘিরে প্রতি বছর আষাঢ়ের ৬ তারিখ আনোয়ারার বটতলী মাজার প্রাঙ্গণে লাখো মানুষের ঢল নামত। ওরশের আগে-পরে দুদিন থাকত মানুষের মিলনমেলা। করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন। কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই গতকাল শনিবার সম্পন্ন হয়েছে এবারের ওরশ। দরগা কমিটির সদস্যরা বলছেন, ৭০০ বছরের ইতিহাসে এমন অনাড়ম্বর ওরশ কখনো হয়নি। মাজার কমিটি আগেই সব ধরনের আনুষ্ঠানিকতা স্থগিত করে সীমিত আকারে ওরশ আয়োজনের ঘোষণা দিয়েছিল। গতকাল ওরশের দিনে ভিড় ঠেকাতে মাজারের প্রধান গেট ছিল বন্ধ। সীমিত পরিসরে জেয়ারত করে বিদায় নেন ভক্ত-অনুরক্তরা। গরু, ছাগল, মহিষ জবাই, মিলাদ-কেয়াম ও তবারুক বিতরণ বন্ধ রাখা হয়।
হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) দরগাহ কমিটির সদস্য আইয়ুব নুরী বাবুল জানান, প্রতি বছরের ৬ আষাঢ় উপমহাদেশের প্রখ্যাত অলি হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওরশের আগের দিন থেকে লাখ লাখ ভক্তের সমাগম হয়। কিন্তু এ বছর করোনার কারণে সরকারি নির্দেশনায় জনগণের স্বাস্থ্যঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে ওরশ স্থগিত করা হয়েছে। যারা এসেছেন তাদের জিয়ারত করে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছি। তিনি জানান, ৭০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ওরশ স্থগিত করা হয়েছে।
আনোয়ারা থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. এমরান জানান, মাজারের প্রধান গেট বন্ধ ছিল। দুর-দুরান্ত থেকে কিছু ভক্তকে জিয়ারতের জন্য প্রবেশ করতে দেয়া হয়েছে।