কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর মামলায় সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবক আটক

কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর মামলায় সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবক আটক

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মো.মুজিবুর রহমান জয়(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে মামলার বাদী ঐ শিক্ষার্থীর দায়েরকরা মামলায় তাকে গ্রেফতার করেন পুলিশ।

গ্রেফতারকৃত যুবক উপজেলার ভাটিয়ারি তেলীপাড়ার ৫নং ওয়ার্ডের কাশেম সাহেবের বাড়ির মো.জাফর আহাম্মদের পুত্র। জয়কে সহযোগিতাকারী অপর আরেক আসামি বিলকিস আক্তার পলি নামের অপর এক নারীকে ও পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট)সুমন বনিক।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়,উপজেলার ভাটিয়ারী তেলীপাড়া এলাকার কলেজ পড়ুয়া এক কলেজ ছাত্রীকে বিভিন্ন সময় কলেজে যাওয়ার আসা ও বাড়ি থেকে বের হলে বিলকিস আক্তার পলির সহযোগিতায় নানা ভাবে ঐ শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে। গত ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নিজ বাসায় যাওয়ার পথে উক্ত কলেজ ছাত্রীকে জোর পূর্বক পথ রোধ করে জয়।

এরপর সহযোগীতায়কারী নারী বিলকিস আক্তারসহ ঐ কলেজ ছাত্রীর হাত ধরে টানাটানি করে একটি বসতঘরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। এ সময় ঐ ছাত্রী উচ্চস্বরে চিৎকার শুরু করলে পাশ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করেন। বুধবার সকালে ঐ শিক্ষার্থী থানায় গিয়ে নিজে বাদী হয়ে জয় এবং সহযোগীতাকারী বিলকিস আক্তারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। এরপর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত এক আসামী জয়কে গ্রেফতার করেন।

এ বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফিরোজ হোসেন মোল্লা বলেন,‘ এক কলেজ শিক্ষার্থীর দায়ের করা মামলায় অভিযুক্ত এক আসামীকে গ্রেফতার করেছি ,বাকি আসামীকে ধরার চেষ্টা করা হচ্ছে।