সীতাকুন্ডে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সীতাকুন্ডে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
সীতাকুন্ডে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
সীতাকুন্ডে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

এম কে মনির,সীতাকুন্ড প্রতিনিধি ।।

"জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায়, বিজ্ঞান ও প্রযুক্তি "এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সীতাকুন্ড  উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয় ।

এর আগে সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

এসময় র‍্যালীতে বিভিন্ন স্কুলের সহস্রাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক/শিক্ষিকা অংশ নেন। র‍্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সীতাকুন্ড বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন।  মেলায় উপজেলার মোট ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তিগত প্রকল্প উপস্থাপন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুচ্ছাপা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার শাহজালাল মো:ইউনুূস,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু বক্করসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন। দুই দিন ব্যাপী এ বিজ্ঞান মেলায় মোট ১৬টি স্টল রয়েছে। এছাড়াও মেলায় কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

মেলায় সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ,সীতাকুন্ড সরকারি মহিলা কলেজ,লতিফা সিদ্দিকী কলেজ,সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়,সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়,জাফর নগর অর্পনা চরণ উচ্চ বিদ্যালয়,সিসিসি উচ্চ বিদ্যালয়,বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়,বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়,মসজিদ্দা উচ্চ বিদ্যালয়,ভাটিয়ারি হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়,লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়,খাজা কালু শাহ উচ্চ বিদ্যালয়,মাদাম বিবিরহাট শাহাজাহান উচ্চ বিদ্যালয়সহ সীতাকুন্ড উপজেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করে।মেলায় শিক্ষার্থীরা লবণাক্ত পানি ও অকটেন থেকে জ্বালানি গ্যাস উৎপাদন,ভবিষ্যৎ ফায়ার ও এ্যাম্বুলেন্স, পানি বিশুদ্ধ করণ প্লান্ট, সাইলেনসর,ভাসমান চাষ পদ্বতিসহ উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।