অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু না ফেরার দেশে চলে গেলেন

বিনোদন ডেস্ক ।।

অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু না ফেরার দেশে চলে গেলেন

তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হুমায়ূন সাধুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ‘সাধুকে তিনদিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে সে জীবন যুদ্ধে হেরে আমাদের ছেড়ে চলে গেল।’

এর আগে, গত ৫ অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার নিয়ে আসা হয়।

পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু এর আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয় এবং তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে শোবিজে পা রাখেন হুমায়ূন সাধু। আর অভিনয় জীবন শুরু করেন ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মধ্য দিয়ে। এর পর বহু নাটক নির্মাণ ও অভিনয় করেছেন তিনি। নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও সরব ছিলেন হুমায়ূন সাধু।