আজ থেকে শুরু হচ্ছে চসিক নির্বাচনের আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

আজ থেকে শুরু হচ্ছে চসিক নির্বাচনের আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি
আজ থেকে শুরু হচ্ছে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক ।। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আজ রবিবার থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মেয়র প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা এবং কাউন্সিলর প্রার্থীর ফরমের দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা। ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে।

শনিবার (৮ জানুয়ারি) নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এতথ্য জানানো হয়। বর্ধিত সভা চলাকালে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মোবাইলে ফোন করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে বিষয়টি জানালে তিনি সভায় উপস্থিত নগর নেতাদের বিষয়টি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ধিত সভার উল্লেখযোগ্য আলোচনার বিষয় ছিল ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি। বোয়ালখালী-চান্দগাঁও আসনের উপ-নির্বাচন এবং ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে কম ভোটার উপস্থিতির বিষয়টি আলোচনায় উঠে আসে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়াতে নগর আওয়ামী লীগের ১০টি উপকমিটিকে আজ রবিবার থেকে মাঠে নেমে পড়ার আহবান জানানো হয়। আলোচনায় বলা হয়, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতার কারণেই নির্বাচনে ভোটারের উপস্থিতি আশঙ্কাজনক হারে কম হচ্ছে। তাই ইউনিট এবং ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মী সভা করার সিদ্ধান্ত হয়।

সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, এডভোকেট সুনীল সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকম-লীর সদস্য নোমান আল মাহমুদ, এম এ রশিদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।