আদালতের নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে জায়গা দখল!

আদালতের নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে জায়গা দখল!
আদালতের নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে জায়গা দখল!

সীতাকুণ্ড প্রতিনিধি।।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অসহায় এক পরিবারের বসতভিটা ও দখলীয় জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে ।

জানা যায়, গত সোমবার সকালে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র্ত্র নিয়ে জোরপূর্বক জায়গা দখল করে মাটি ভরাটের চেষ্টা করে একদল লোক। এ সময় শারীরিকভাবে অসুস্থ জায়গার মালিক হারুন রশিদের স্ত্রী সেলিনা আক্তার দখল ও ভরাটের কাজে বাধা দিলে তারা তাকে ও তার কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌসকে মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে মা ও মেয়ের শ্লীলতাহানি করে অভিযুক্তরা। একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এদিকে উক্ত ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী সেলিনা আক্তার বাদী হয়ে নুরুল আলম (৩৭), নুর উদ্দিন (৩৫), মো. ইব্রাহিম (২৫), মো. মামুন (৩৪)সহ ৫-৬ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা যায় ।

সেলিনা আক্তার বলেন, নুর আলমের নেতৃতে মো. নুর উদ্দিন, মো. ইব্রাহিমসহ ৫/৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আদালতের নিষেধাজ্ঞা ও সিআর মামলা ১৯১ থাকার পরেও আমাদের জায়গা জোরপূর্বক দখলের পাঁয়তারা করে যাচ্ছে। শুধু তাই নয় মামলা তুলে নিতে তারা আমাকে আমার পরিবারকে ও কলেজ পড়ুয়া মেয়েকে কলেজে আসা যাওয়ার পথে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন ।

সীতাকুণ্ড থানার এসআই মহিউদ্দিন নাছরুল্লাহ বলেন, ভুক্তভোগী সেলিনা আক্তার ও তার কলেজ পড়ুয়া মেয়েকে হুমকি দেয়ার বিষয়ে থানায় জিডি করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।