আনোয়ারার বটতলী ও কালিবাড়ি'র অনুমোদনহীন দুটি ক্লিনিক সীলগালা

আনোয়ারার বটতলী ও কালিবাড়ি'র অনুমোদনহীন দুটি ক্লিনিক সীলগালা
আনোয়ারার বটতলী ও কালিবাড়ি'র অনুমোদনহীন দুটি ক্লিনিক সীলগালা

আনোয়ারা সংবাদদাতা ।। 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনবিহীন দুটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বটতলী ও বারশত কালী বাড়িতে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে বটতলী জনসভা ডায়াগনষ্টিক সেন্টার ও কালিবাড়ি আইডিয়াল ক্লিনিক অভিযানকালে ডাক্তার, নার্স, মেডিকেল এসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান না থাকায় সিলগালা করা হয়েছে। এই সময় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন পোস্টকার্ডকে জানায় সিলগালা করা দুটি প্রতিষ্ঠান কোন কিছুই পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই। অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।