আনোয়ারের সমর্থন নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মাহাথির!

আনোয়ারের সমর্থন নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মাহাথির!

পোস্টকার্ড ডেস্ক ।।

মালয়েশিয়ার রাজনীতিতে সপ্তাহখানেক ধরে চলছে চরম নাটকীয়তা। ক্ষমতার মসনদ দখল নিয়ে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে সেখানকার রাজনীতি। তাহলে কি আনোয়ার ইব্রাহিমের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ?

আনোয়ারের সঙ্গে গড়া জোট সরকার থেকে এক সপ্তাহেরও কম সময় আগে মাহাথির পদত্যাগ করলে মালয়েশিয়ার রাজনীতিতে অস্থিরতা শুরু হয়।

দলীয় জোট সরকারের বাইরে একটি স্বতন্ত্র জোট সরকার গঠনের পরিকল্পনায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহাথির। এতে বেঁকে বসেন আনোয়ার ইব্রাহিম। পরে তাকেই দলের পক্ষ থেকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে, মাহাথিরকে রাজা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিলেও পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। নিজের প্রতিষ্ঠিত দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া তার থেকে সমর্থন তুলে নেয়। পদত্যাগপত্র গ্রহণ করে দলের পক্ষ থেকে মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হয়।

শেষ পর্যন্ত নিজের সব সময়ের ছায়া প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে হাত মেলাতে বাধ্য হন মাহাথির। আর রাজনৈতিক পরিস্থিতি যতদূর সম্ভব নিজের অনুকূলে রাখতে আনোয়ার ইব্রাহিমও প্রার্থিতা তুলে নিয়ে ৯৪ বছর বয়সী এই নেতাকে সমর্থন দেন।

সদ্যত্যাগ করে আসা পাকাতান হারাপান জোট থেকেই প্রধানমন্ত্রী হতে নিজের ‘সম্মতি’র কথা জানিয়ে শনিবার মাহাথির বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’

‘দুর্নীতিবাজ’ নাজিব রাজাককে সরাতে দুই বছর আগে কয়েক দশকের প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট করেন মাহাথির। জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী পদে ড. মাহাথিরকে পূর্ণ সমর্থন দিচ্ছে পাকাতান হারাপান।’