ঈদে মিলাদুন্নবী (দঃ) কে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে জুলুস

পোস্টকার্ড প্রতিবেদক ।।

ঈদে মিলাদুন্নবী (দঃ) কে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে জুলুস
ঈদে মিলাদুন্নবী (দঃ) কে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) কে স্বাগত জানিয়ে 'জশনে জুলুস ও আজিমুশশান মিলাদ মাহফিল' গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) আসর নামাজের পর উপজেলা গেইট হইতে জুলস শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদর এলাকায় প্রদক্ষিণ করে কার-মাইক্রো স্ট্যান্ডে এসে শেষ হয়। উক্ত জুলুসে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ গ্রহণ করে।

উক্ত জুলুছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার আহবায়ক হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জুলুছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের অধ্যাপক হযরতুলহাজ্ব আল্লামা ড. সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুলহাজ্ব মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন সওদাগর, হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী। অন্যান্যদেরর মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম, মাওলানা মোহাম্মদ আশরাফ হোসেন, মাওলানা মুজিব উদ্দীন আলকাদেরী , মাওলানা আতিকুল্লাহ , মাওলানা মুহাম্মদ সিরাজুদ্দৌলা, মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা সাইফুল আলম, মাওলানা গাউসুল ফারুক, মাওলানা মুহাম্মদ নেচার উদ্দিন, মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান আল কাদেরী, মাওলানা খায়রুল বশর নিজামী, মাওলানা কাজী ওমর ফারুক আল-কাদেরী, মাওলানা আহমদ হোসেন আওলাদ, আলহাজ্ব আশরাফ হোসেন,আলহাজ্ব মুহাম্মদ মঞ্জুর এলাহী, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমদ, মোহাম্মদ রমজান আলী রুবের, মুহাম্মদ মুজিব উদ্দিন চৌধুরী, মুহাম্মদ কামাল উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ খাইরুল বশর, মুহাম্মদ আলাউদ্দিন, গিয়াস উদ্দিন সোহেল, আলহাজ্ব সুলতান আহমদ, আলহাজ্ব নুরুল আমিন, মোহাম্মদ গোফরান উদ্দিন সওদাগর, মোহাম্মদ সফিউল আলম , সালাউদ্দিন নোমান, ও আলহাজ্ব ইকবাল হোসেন, মোহাম্মদ হ ম নজরুল হুদা ,মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ শাখাওয়াত হুসেন, কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

জুলুস শেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।