কাজে যোগ দিয়েই অভিযানে নামলেন সীতাকুণ্ড ইউএনও

কাজে যোগ দিয়েই অভিযানে নামলেন সীতাকুণ্ড ইউএনও
কাজে যোগ দিয়েই অভিযানে নামলেন সীতাকুণ্ড ইউএনও

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

কাজে যোগদান করেই বাজার নিয়ন্ত্রণে মাঠে নামলেন সীতাকুণ্ডের ইউএনও । সীতাকুণ্ডের বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার  (২৩ আগস্ট ) সকালে  উপজেলার  পৌর সদরের কাঁচাবাজারে ডিম ও পেঁয়াজ বিক্রেতাকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনা করেন নবাগত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার কে এম রফিকুল ইসলাম।

এসময় ডিম ও পিঁয়াজের দোকানের মালিক অজিত দাশ, মো. হোসেন, লিটন পালি, ফিরোজ খান, জাহাঙ্গির চৌধুরী, নূর আলম, সুমন দাশ ও মো. আজমসহ ৮ দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালে ৩৮ ধারায় ১ হাজার করে মোট ৮হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সকল দোকানিকে মূল্যতালিকা লাগানোর নির্দেশনা দিয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম বলেন , সারাদেশে সিন্ডিকেড করে ডিম ও পেঁয়াজের দাম বৃদ্ধি করছে একটি চক্র। এ কারণে জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে সীতাকুণ্ড পৌরসদরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান গিয়ে দেখি, একটি দোকানও মূল্য তালিকা দেয়নি। এছাড়া একেকটি দোকানে একেক দামে পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে। এ কারণে ৮ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদের সতর্কও করেছি। এরপরও যদি মূল্য তালিকা না পাওয়া যায় এবং কেউ দাম বেশি রাখেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা।

খালেদ /পোস্টকার্ড ;