করোনা ছড়াতে পারে কথা বলার সময়

করোনা ছড়াতে পারে কথা বলার সময়
করোনা ছড়াতে পারে কথা বলার সময়

পোস্টকার্ড প্রতিবেদক ।।

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ বিজ্ঞানী জানিয়েছেন, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও কথা বললেও ছড়াতে পারে  করোনাভাইরাস ।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথের সংক্রামক রোগের প্রধান অ্যান্থনি ফাউছি একথা বলেছেন।

যুক্তরাষ্ট্র যখন করোনার বিস্তার ঠেকাতে জনগণকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে তখন এই আশঙ্কার কথা জানালেন তিনি।

এ সময় অ্যান্থনি ফাউছি বলেন, মাস্ক ব্যবহারের নীতিমালার পরিবর্তন আনা হতে পারে। কেননা, সম্প্রতি  পাওয়া তথ্য অনুসারে ভাইরাসটি শুধু যে কাশি ও নাক ঝাড়ার মধ্যদিয়ে ছড়ায় তা নয়, এটি স্বাভাবিক কথা বলার সময়ও ছড়াতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটির প্রাথমিক সংক্রমণের উপায় হলো কাশি ও নাক থেকে নিঃসৃত তরলের মাধ্যমে। যা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ছড়িয়ে পড়ে। এর সংস্পর্শে আসা সুস্থ ব্যক্তিরা আক্রান্ত হয়ে পড়েন।