করোনা থেকে রেহায় পেলোনা সদ্যজাতও!

করোনা থেকে রেহায় পেলোনা সদ্যজাতও!
করোনা থেকে রেহায় পেলোনা সদ্যজাতও!

আন্তর্জাতিক ডেস্ক ।।

বিশ্ব জুড়ে মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাসে আক্রান্ত সদ্যজাতও! লন্ডনের এক হাসপাতালে খোঁজ মিলেছে নবজাতকের। আপাতত সে-ই এই রোগের সর্বকনিষ্ঠ রোগী। খবর ছড়িয়ে পড়া মাত্র আতঙ্কের মাত্রা ছাড়িয়েছে আরও। এতদিন নানা বয়সের মানুষ এই সংক্রমণে আক্রান্ত হলেও নবজাতকের কথা শোনা যায়নি। ভাইরাসের থাবার থেকে এবার ছাড় পেল না সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুও।

জানা গেছে, সম্প্রতি লন্ডনের নর্থ মিডলসেক্স হাসপাতালে এই শিশুর জন্ম হয়েছিল। জন্মানোর পরেই শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রমণের বেশ কিছু উপলক্ষ ডাক্তারেরা লক্ষ করেছিলেন। ডাক্তারি পরীক্ষার পরে জানা গিয়েছিল শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত। শিশুটির মাকে কয়েকদিন আগেই হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসার কারণে। মনে করা হয়েছিল তিনি নিউমোনিয়াতে আক্রান্ত। কিন্তু পরীক্ষার পরেই তার শরীরে ওই ভাইরাস পাওয়া যায়।

তবে গর্ভস্থ সন্তানের শরীরে মায়ের সংক্রমণ কী করে ছড়িয়ে যায় সেটিই আপাতত চিকিৎসকদের গবেষণার বিষয়। পাশাপাশি, সদ্যজাতকে দ্রুত সুস্থ করে তোলার জন্য যাবতীয় পধক্ষেপ নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেই কারণে মাকে ভর্তি করা হয়েছে অন্য হাসপাতালে। শিশুটিকে মায়ের কাছ থেকে সরিয়ে রাখা হয়েছে আরেক হাসপাতালে।

প্রসঙ্গত, শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৮ জন। এদের মধ্যে শিশুর সংখ্যা ১০ জন।বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিনিয়তই বাড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ৫১৬ জন। আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।