করোনাভাইরাস সতর্কে হ্যান্ডশেক, কোলাকুলি ত্যাগ করতে হবে: আইইডিসিআর

করোনাভাইরাস সতর্কে হ্যান্ডশেক, কোলাকুলি ত্যাগ করতে হবে: আইইডিসিআর
করোনাভাইরাস সতর্কে করতে হবে হ্যান্ডশেক, কোলাকুলি ত্যাগ : আইইডিসিআর

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতি মহামারি করোনা থেকে বাঁচতে কত রকমের পন্থাই অবলম্বন করছে বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশেও প্রস্তুতি নিচ্ছে অনেক আগে থেকেই। যার মধ্যে প্রাণঘাতি এ ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে এক অভিনব উপায়ের কথা জানালো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর)।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, করোনাভাইরাসে আক্রান্তের হাত থেকে বাঁচতে হ্যান্ডশেকসহ কোলাকুলি ত্যাগ করতে।

রোববার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী নেই। তবে বিশ্বের এতোগুলো দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় রেড এলার্টে থাকতে হচ্ছে আমাদের। কারণ যে কোনো দেশ থেকেই ভাইরাসটি বাংলাদেশে প্রবেশ করতে পারে।’

আশঙ্কার সঙ্গে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সেই আশঙ্কা থেকে বলছি সেসব দেশ থেকে বাংলাদেশিরা ফিরলেও তারা যেন হোম কোয়ারেন্টিনে থাকেন। বাড়ির বাইরে যেন প্রথম ১৪ দিন বের না হন।’

আইইডিসিআর বলছে, করোনা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব নয়।