করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন রিফিল করে দিচ্ছে সীমা গ্রুপ 

করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন রিফিল করে দিচ্ছে সীমা গ্রুপ 
করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন রিফিল করে দিচ্ছে সীমা গ্রুপ 

পোস্টকার্ড ডেস্ক ।।

বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাদের শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া জরুরী হয় । আর করোনা ছড়িয়ে পড়ার সাথে সাথে তাই চট্টগ্রামসহ সারা দেশেই অক্সিজেনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ সুযোগে এক শ্রেণির মুনাফাখোর ব্যবসায়ী অক্সিজেনের দাম ইচ্ছেমত কয়েকগুন বাড়িয়ে দিচ্ছে । আর এমনি সময়ে রোগিদের বাঁচানোর কথা চিন্তা করে চট্টগ্রামের সীতাকুণ্ডের বানুরবাজারস্থ সীমা গ্রুপের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন রিফিল করে দেওয়া ঘোষণা দেয়া হয়েছে। সীমা গ্রুপ বৈশ্বিক এই মহামারীতে করোনা রোগীদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে।।অক্সিজেনের জন্য ফ্যাক্টরী ম্যানেজার মোহাম্মদ সামশুদ্দীন এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

মোবাইল নং- ০১৬৭৮০৬০১৭৯

ফ্যক্টুরীঃ কদম রসুলের পূর্ব পাশে,ভাটিয়ারী।

উল্লেখ্য ১৯৯৬সালে মরহুম  আলহাজ্ব মোহাম্মদ শফি সীমা অক্সিজেন প্লান্ট চালু করার পর থেকে এলাকার যে কারো প্রয়োজনে মেডিকেল অক্সিজেন ফ্রি তে দিতেন । আজ উনার সুযোগ্য সন্তান পারভেজ উদ্দীন সান্টু আবারো ঘোষনা দিলেন সীতাকুণ্ডের তথা মানুষের প্রয়োজনে অক্সিজেন রিফিল করে দিবেন ।

পারভেজ উদ্দীন সান্টু বলেন, খুবই দুঃখজনক হলেও সত্যি যে  করোনা আক্রান্ত রোগিরা অনেকেই অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন।সীতাকুণ্ড তথা কোন রোগীই যেন অক্সিজেনের অভাবে মারা না যান সেজন্য আমার এই ছোট্ট উদ্যোগ । প্রয়োজন অনুযায়ী উল্ল্যেখিত মোবাইল নং এ যোগাযোগ করে অক্সিজেন রিফিল করে নিতে তিনি অনুরোধ জানান ।