কাল পঞ্চম ও অষ্টম শ্রেণি সমাপনী পরীক্ষার ফল, বাতিলের নির্দেশনা আসতে পারে প্রাথমিক সমাপনী পরীক্ষা

কাল পঞ্চম ও অষ্টম শ্রেণি সমাপনী পরীক্ষার ফল, বাতিলের নির্দেশনা আসতে পারে প্রাথমিক সমাপনী পরীক্ষা
কাল পঞ্চম ও অষ্টম শ্রেণি সমাপনী পরীক্ষার ফল, বাতিলের নির্দেশনা আসতে পারে প্রাথমিক সমাপনী পরীক্ষা

এম মামুন হোসেন ।।

আগামীকাল মঙ্গলবার পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে। এদিন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অন্যদিকে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা আর থাকছে না। আগামী বছর প্রাথমিক ও ইবতেদায়ি এ দুটি পরীক্ষা থাকবে না। কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতে এর মধ্যেই পরীক্ষা বাতিলের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজধানীর ১৫৪টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য গৃহীত একটি প্রকল্প নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী পরীক্ষা কমানোর বিষয়ে তার মতামত দেন।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন পরীক্ষা নিতে নিতে বাচ্চাদের শেষ করে দিচ্ছি। খালি পরীক্ষা আর পরীক্ষা। প্রধানমন্ত্রী মনে করেন, পরীক্ষা নিয়ে বাচ্চাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শিশুদের বইয়ের ভার থেকে মুক্ত করতে হবে। বাচ্চাদের প্রসঙ্গে নানা বিষয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী জানান, শিশুরা অনেক বেশি বই কাঁধে নিয়ে ঘোরে, কষ্ট হয়। খালি পরীক্ষা, খালি পরীক্ষা। প্রধানমন্ত্রী মনে করেন, পরীক্ষা নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে, এ বিষয়ে আরও নতুন নতুন চিন্তাভাবনা করার জন্য।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, প্রধানমন্ত্রী এ পরীক্ষা বাতিল করে দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রীর একটি সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি জানান।

সম্প্রতি প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে অংশ নেওয়া খুদে পরীক্ষার্থীদের বহিষ্কারের ঘটনা সম্পর্কে আদালতের আদেশের পর পরীক্ষা নির্দেশনায় পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সমাপনী পরীক্ষার নির্দেশনাবলীর ১১ নম্বর অনুচ্ছেদে ‘শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’ নেওয়ার ধারাটি বাদ দিয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এখন থেকে আর কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে না।

চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় কিছু পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি আদালতে গড়ায়। পরে উচ্চ আদালতের আদেশে ওই দুই পরীক্ষায় বহিষ্কৃত পরীক্ষার্থীদের আবার নতুন করে পরীক্ষা নিতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে বহিষ্কার করা থেকেই সরে আসে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ২০১৯ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে সারা দেশে ২৩৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন এবং জেএসসি ও জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।

রেওয়াজ অনুযায়ী, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তারা। মন্ত্রীদের সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানতে পারবে।