ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর মোকাবিলায় চট্টগ্রামে ৪৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর মোকাবিলায় চট্টগ্রামে ৪৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
পোস্টকার্ড প্রতিবেদক ।।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর মোকাবিলায় চট্টগ্রামে ৪৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রায় চার হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
দিনভর মাইকিং করা হলেও উপকূলের লোকজন আশ্রয়কেন্দ্রে যেতে আগ্রহী নন। স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 
 
নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম বন্দর জেটি থেকে সব জাহাজকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কি গ্যান্ট্রি ক্রেনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা নিরাপদে রাখা হয়েছে। পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা ১৪ ঘণ্টা বন্ধ থাকবে। এ ছাড়া শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরসহ আশপাশের এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঝড়ের সতর্কতার কারণে নগরীর সড়কগুলোতে যান চলাচলও কম দেখা গেছে।