চট্টগ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

চট্টগ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

পোস্টকার্ড ডেস্ক।। 

যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল, বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের স্মরণ করছে চট্টগ্রামবাসী।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উপযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের পর নগরের কোর্ট হিলে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। সকল সরকারি, বেসরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ ভবনগুলোতে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সকাল থেকেই শিশু-কিশোর থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। শহীদ মিনারের বেদি ভরে গেছে শ্রদ্ধার ফুলে ফুলে। শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, ন্যাপ, বাসদ, বাসদ (মার্কসবাদী), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্র মৈত্রী, যুব ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতি, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠন। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হবে আজ।

দুপুরে নগরের হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ভবঘুরে কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার। বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।