চট্টগ্রামে নতুন করে আরও ৭৭ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৮৪৫৪ জন

চট্টগ্রামে নতুন করে আরও ৭৭ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৮৪৫৪ জন

পোস্টকার্ড ডেস্ক ।। 

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪ জন নগরের ও ১৩ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৮৪৫৪ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৬ জন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২২ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৪ জনের নমুনার মধ্যে নগরের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩১ জনের নমুনা মধ্যে উপজেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১২ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬ জনের করোনা মিলেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৬ জন। এর মধ্যে ১৯৭ জন নগরের ও ৮৯ জন উপজেলার বাসিন্দা।