চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তিন যাত্রীর থেকে ৮১৪ কার্টন সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তিন যাত্রীর থেকে ৮১৪ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তিন যাত্রীর থেকে ৮১৪ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে ৮১৪ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা। এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, আবদুল কাদের মোল্লা, মো. ইয়াসিন ও মো. আসাদ ।

আজ বুধবার (২৮ আগস্ট) সকাল ৭টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১৪৮) ফ্লাইটে তারা দুবাই থেকে চট্টগ্রামে আসে। এসময় তল্লাশী করে তিন যাত্রীর কাছ থেকে কার্টনভর্তি বিদেশী সিগারেট পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে বিমান বন্দরের সহকারি পরিচালক খাইরুল কবির জানান, ঘোষণা বহির্ভূত ‘ইজি’ ব্রান্ডের সিগারেটের একটি চালান আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা। এসময় তিন বিমান যাত্রীকে আটক করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২১ হাজার টাকা। তিনি জানান, চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্য প্রতিরোধে কাস্টম হাউস কর্তৃপক্ষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে চালানগুলো ধরা পড়ছে।

এর আগে সোমবার (২৬ আগস্ট) একই ফ্লাইটে আসা ৫৪৭ কার্টনে আনা ১ লাখ ৯ হাজার ৪০০ শলাকা সিগারেট ও রিদমি ব্রান্ডের ২০টি মোবাইল সেট পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।