চট্টগ্রামে গাছ কাটা হচ্ছে না দাবি করে তোপের মুখে কাট্টলী এসি ল্যান্ড

চট্টগ্রামে গাছ কাটা হচ্ছে না দাবি করে তোপের মুখে কাট্টলী এসি ল্যান্ড
চট্টগ্রাম মহানগরীর পাহাড় কাটা রোধে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। 

বিশেষ প্রতিবেদক।।

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় নির্মাণাধীন ডিসি পার্কের জন্য গাছ কাটা হচ্ছে না দাবি করে তোপের মুখে পড়েছেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় নির্মাণাধীন ডিসি পার্কের জন্য গাছ কাটা হচ্ছে না দাবি করে তোপের মুখে পড়েছেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

রোববার চট্টগ্রাম মহানগরীর পাহাড় কাটা রোধে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেওয়ার সময় লোকজনের ক্ষোভের মুখে পড়েন তিনি।

ওমর ফারুক দাবি করেন, 'ডিসি পার্কের জন্য যেসব গাছ কাটার কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। সেখানে গাছ কাটা হচ্ছে না, ঝোঁপঝাড় ছিল, সেগুলো পরিস্কার করা হয়েছে।'

এই সময় সভায় উপস্থিত অনেকে তাকে উদ্দেশে করে বলেন, 'আপনি মিথ্যা বলছেন। সেখানে গাছ কাটা হয়েছে। আপনি সেটি স্বীকার করেন।'

সভায় উপস্থিত থাকা অনেক পরিবেশবিদও সেসময় চিৎকার শুরু করেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সহকারী কমিশনার ওমর ফারুকের উদ্দেশে বলেন, 'আপনি যে গাছ কাটা হয়নি দাবি করছেন, সেটি সভাস্থলে থাকা চট্টগ্রামবাসী গ্রহণ করছে না।'

এরপর ওমর ফারুক বক্তব্য শেষ করে নিজ আসন গ্রহণ করেন।

এর আগে সহকারী কমিশনার ওমর ফারুক বলেন, সীতাকুন্ডে সলিমপুরে একজন শিপব্রেকার একটি জমি ইজারা নিয়ে অন্য জমিতে স্থাপনা নির্মাণ করেছেন। তিনি ইজারা শর্ত ভঙ্গ করেছেন বিধায় ইতোমধ্যে ইজারা চুক্তি বাতিল করা হয়েছে বলে জানান। 

খালেদ / পোস্টকার্ড;