ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডাকা ধর্মঘট শিথিল

ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডাকা ধর্মঘট শিথিল

পোস্টকার্ড (চবি ) প্রতিনিধি ।।

ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর একাংশের ডাকা ধর্মঘট শিথিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল। তিনি বলেন, শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফল ভাইয়ের নির্দেশ ও চট্টগ্রামে রাষ্ট্রপতি আগমন উপলক্ষে আমরা ধর্মঘট শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।

ধর্মঘট পুরোপুরি স্থগিত করা হয়েছে কিনা; এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, না স্থগিত বলা যাবে না। শিথিল করেছি মাত্র। কোনো ধরনের অবরোধ কর্মসূচি গ্রহণ করা হবে না। অপরাধীদের গ্রেপ্তার করতে আজ (২ ডিসেম্বর) আমরা ভিসি ম্যামকে স্মারকলিপি দেবো ও নগরীর প্রেসক্লাবে মানববন্ধন করবো। এরপর আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবো।

এর আগে শাখা ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের অবরোধে পুরো ক্যাম্পাস জুড়ে স্থবির অবস্থার সৃষ্টি হয়েছিলো। শেষ খবর পাওয়া পর্যন্ত আরবি, যোগাযোগ ও সাংবাদিকতা ও ইংরেজি বিভাগের পরীক্ষা স্থগিত করেছে বিভাগীয় কর্তৃপক্ষ। এদিনে ক্যাম্পাস থেকে নগরীর উদ্দেশে কোন শিক্ষক বাস ছেড়ে যায়নি। অন্যদিকে শাটল ট্রেন চললেও তাতে শিক্ষার্থীদের সংখ্যা ছিল খুবই সীমিত। শিক্ষক বাস চলাচলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. রাশেদুন নবী বলেন, অবরোধকারীরা বাস চালকদের হুমকি দেয়ায় নিরাপত্তা ঝুঁকির কারণে শিক্ষক বাস ছেড়ে যায়নি। তবে একটি বাস ছেড়ে গেছে।

অবরোধকারীরা ছাত্রলীগের দুই নেতাকে কোপানের মদদদাতা হিসেবে ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল ও প্রদীপ চক্রবর্তীর গ্রেফতার ও স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। একইসাথে ছাত্র উপদেষ্টা সিরাজুদ্দৌলার পদত্যাগের দাবি করেন।

প্রসঙ্গত, পূর্বের ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইট সংলগ্ন এগারো মাইল এলাকায় তাপস স্মৃতি সংসদের উপদেষ্টা ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফিকে কুপিয়েছে ভিএক্স গ্রুপের কর্মীরা। এ ঘটনায় দুই নেতাকে কোপানোর মদতদাতাদের অবলিম্বে গ্রেপ্তার, স্থায়ী বহিষ্কার এবং ছাত্র উপদেষ্টা সিরাজুদ্দৌলার পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে তাপস স্মৃতি সংসদ নামে একটি সংগঠন।