টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ মহিলা সহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি ।।

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ মহিলা সহ তিন রোহিঙ্গা আটক
টেকনাফে অস্ত্র ও ইয়াবা নিয়ে মহিলা সহ তিন রোহিঙ্গা আটক

টেকনাফে অস্ত্র ও ইয়াবা নিয়ে মহিলা সহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা নোয়াপাড়ার বিশেষ রোহিঙ্গা ক্যাম্প-২৬ শালবাগান এলাকা থেকে র‍্যার-১৫ এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। র‍্যাব-১৫, সিপিসি-১ এর ক্যাম্প ইনচার্জ লে. মির্জা মাহাতাববিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক তিনজন হলো–হ্নীলা জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিকান্দার আলীর পুত্র মো. নুর ফয়েজ(৪৩), কেরুনতলি এলাকার মো. সাব্বির আহামদের পুত্র আবুল কালাম২৯  ও হ্নীলা রঙ্গীখালি পশ্চিম নয়াপাড়া এলাকার এনায়েতুল্লাহর কন্যা কহিনুর আক্তার(২৫)।
লে. মির্জা মাহাতাব(বিপিএম) আরো বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশি ওয়ান শুটার গান ও ২শ পিচ ইয়াবা সহ এই ৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষ জানান, ধৃতদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২ টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।