দেশে একদিনে রেকর্ড ১৮৭৩ জন শনাক্ত, আরও ২০ জন মারা গেছেন

দেশে একদিনে রেকর্ড ১৮৭৩ জন শনাক্ত,  আরও ২০ জন মারা গেছেন
দেশে একদিনে রেকর্ড ১৮৭৩ জন শনাক্ত, আরও ২০ জন মারা গেছেন

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসে দেশে গত চব্বিশ ঘণ্টায় একদিনে ১ হাজার ৮৭৩ জন শনাক্ত হয়েছেন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৭৮ জনে। এটি একদিনে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন আরও ২০ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুবরণ করলেন ৪৫২ জন।

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১০৮৩৪টি পরীক্ষা করা হয়। এতে নতুন করে শনাক্ত হন আরও ১৮৭৩ জন।

এ সময় অনলাইন বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হ‌য়েছেন আরও ২৯৬ জন। এ নি‌য়ে সুস্থ হ‌য়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৬৪৮৬ জনে।

প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে এখন পর্যন্ত  ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।