নগরীর সৌন্দর্যবর্ধনের ফুলের টবগুলো এখন ডাস্টবিন

নগরীর  সৌন্দর্যবর্ধনের ফুলের টবগুলো  এখন ডাস্টবিন

চট্টগ্রাম ওয়াসা মোড় এলাকায় সৌন্দর্যবর্ধনের জন্য যে ফুলের টব রয়েছে এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। যা থেকে দুর্গন্ধ ছড়ায়।

সৌন্দর্যবর্ধন করা বড় কথা নয়। তা রক্ষণাবেক্ষণ করাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নগরীর সিডিএ এভেনিউ’র চট্টগ্রাম ওয়াসা মোড় এলাকায় সৌন্দর্যবর্ধনের জন্য ফুটপাত টাইলস করে ফুলের চারা লাগানোর জন্য পাকা দেয়াল দিয়ে কিছু বড় বড় টব নির্মাণ করা হয়েছে। কিন্তু সেখানে ফুলের কোন গাছ লাগানো হয়নি। খালি পড়ে থাকা টবগুলি অন্যকোনভাবেও রক্ষণাবেক্ষণ করা হয় না। খালি পেয়ে পথচারিরা তা ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। যেহেতু এসব টবগুলি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্ধারিত আবর্জনার স্থান নয়। তাই পরিচ্ছন্ন বিভাগের লোকজনও এখান থেকে নিয়মিত আবর্জনা নিতে আসে না। অনেক সময় আশপাশের লোকজন আবর্জনার মাঝে আগুন ধরিয়ে দিলে কিছু পুড়ে যায়। তবে সৌন্দর্যবর্ধনের এসব ডাস্টবিন থেকে যে দুর্গন্ধ আসে তাতে আশপাশের লোকজনের ত্রাহি অবস্থার সৃষ্টি হয়। এখানে যারা লোকাল বাসের জন্য দাঁড়ায় গন্ধ-দূষণের কারণে তাদেরকে নাকে রুমাল দিতে হয়। পথচারিদের সাথে আলাপকালে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানকে দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করাচ্ছে। সড়ক এবং ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে তারা ওই সড়কের সুবিধাজনক স্থানে বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাচ্ছে। অর্থাৎ যারা সৌন্দর্যবর্ধনের কাজগুলি করছে তারা এক প্রকার ব্যবসা করছে। যেহেতু তারা লাভবান হচ্ছে সেহেতু সৌন্দর্য রক্ষা করাও তাদের দায়িত্ব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সৌন্দর্যবর্ধনের কাজ দেয়ার সময় যেসব শর্ত দেয়, তার মধ্যে অন্যতম হল রক্ষণাবেক্ষণ। কিন্তু সেই শর্ত মানা হচ্ছে না।