নোয়াখালী জেলার সাথে চট্টগ্রামের সন্দ্বীপ সীমানা বিরোধ নিরসন করা হবে : সন্দ্বীপে ভূমি মন্ত্রী

নোয়াখালী জেলার সাথে চট্টগ্রামের সন্দ্বীপ সীমানা বিরোধ নিরসন করা হবে : সন্দ্বীপে ভূমি মন্ত্রী
নোয়াখালী জেলার সাথে চট্টগ্রামের সন্দ্বীপ সীমানা বিরোধ নিরসন করা হবে : সন্দ্বীপে ভূমি মন্ত্রী

সন্দ্বীপ প্রতিনিধি।।

নোয়াখালী জেলার সাথে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সীমানা বিরোধ নিরসন করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ।

তিনি বলেন, আমি ভাষাণচর গিয়েছি। সেখান থেকে নোয়াখালীর হাতিয়া এবং সন্দ্বীপের বিভিন্ন অংশে জেগে উঠা চরগুলো দেখেছি। দিনশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সকলের সাথে বসে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

গতকাল বুধবার সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সন্দ্বীপের ভূমিহীনদের জন্য নতুন একটি গুচ্ছগ্রাম করার ঘোষণা দেন ভূমি মন্ত্রী। খবর বাসসের।

সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন-সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।

বক্তব্য দেন, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন টিটু, আজিমপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রহিম উল্ল্যা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন প্রমুখ।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, এক সময় উন্নয়ন হতো ঢাকা, বগুড়া ও রংপুরকেন্দ্রিক। এখন উন্নয়ন হচ্ছে সারাদেশে গ্রাম থেকে গ্রামান্তরে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। এই উন্নয়নকে গতিশীল করতে সকলে মিলে তার হাতকে শক্তিশালী করতে হবে।

সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে দিয়ারা জরিপের মাধ্যমে জেগে উঠা সন্দ্বীপের ভূমি সন্দ্বীপের মানুষের কাছে বুঝিয়ে দিতে হবে।

মন্ত্রী গতকাল বুধবার সকাল ১১ টায় মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ভাষাণচর আসেন। দুপুরে মন্ত্রী সন্দ্বীপ উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এসময় সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর হাসান পাটোয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলিমুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সৌম্বদি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন, ওসি শেখ শরিফুল আলম উপস্থিত ছিলেন।