পুকুরে বিষ দিয়ে আনোয়ারায় ৭ লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ দিয়ে আনোয়ারায় ৭ লাখ টাকার মাছ নিধন
পুকুরে বিষ দিয়ে আনোয়ারায় ৭ লাখ টাকার মাছ নিধন

আনোয়ারা প্রতিনিধি ।।

দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে আনোয়ারায় প্রায় ৭ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোরে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ মণ ওজনের মাছ নিধন করা হয়েছে বলে দাবী ভুক্তভোগীদের। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

জানাযায়, উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মদের পুত্র ওবাইদুল হক ও মৃত নুরুল ইসলামের পুত্র আবদুর রশিদ ৪০ শত জমির উপর পুকুর খনন করে ২০ লাখ টাকা ব্যয়ের রুই, কাতলা, তেলাপিয়া, চিংড়ি, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তারা বিক্রি করত। গতকাল ভোররাতে কে বা কারা পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে। সকালে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪০ মণ ওজনের মাছ মরে ভেসে ওঠে।

ওবাইদুল হক ও আবদুর রশিদ জানান, শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তারা। এ পর্যন্ত তাঁদের হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা ৭ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। কিছুদিন পর মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত।

আনোয়ারা সিইউএফএল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. কাইয়ুম জানান, মাছ নিধনের ঘটনায় মৌখিক ভাবে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।