প্রধানমন্ত্রী গাইলেন চাঁটগাইয়্যা গান

প্রধানমন্ত্রী গাইলেন চাঁটগাইয়্যা গান
প্রধানমন্ত্রী গাইলেন চাঁটগাইয়্যা গান

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার (২৬ জানুয়ারী) সকালে চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগার প্রকল্পের কার্যক্রম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ৯ ঘন্টা থেকে ১২ ঘন্টা সম্প্রচার কার্যক্রম, জামালপুর-ঢাকায় ট্রেন উদ্বোধন, চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগার, চট্টগ্রাম-সিলেট-ঢাকা রুটে পাহাড়িকা এক্সপ্রেস এর উদ্বোধন, ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে উদয়ন এক্সপ্রেস, পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার জন্য মোবাইল অ্যাপস ভিত্তিক পল্লী লেনদেন কার্যক্রমের উদ্বোধন করার পর এক সাংস্কৃতিক কর্মীর সাথে কথা বলার একপর্যায়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গান করেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী বলে উঠলেন, এটা যেহেতু একটি সাংস্কৃতিক বিষয়, আমরা গান যদি শুনতে পারতাম ভালো হতো না?

সাথে সাথে প্রধানমন্ত্রী নিজেই গেয়ে উঠেন, ‘চাঁটগাইয়্যা মানুষ আঁরা হিন্দু-মুসলমান। সিনার লই সিনা মিলাই, ঠেকাই ঝড়-তুফান।’ এ সময় উপস্থিত সবাই আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।

চট্টগ্রাম প্রান্তে থাকা জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন আগামীতে গান শোনানোর ব্যবস্থা করবেন জানালে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, সেখানে কি একজনও গায়ক নেই? এটা একটা কথা হলো?

তখন চট্টগ্রামে অনুষ্ঠানস্থলে উপস্থিত একজন গেয়ে শোনান, ‘বাঁশখালী মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই টানে আয় তোরা হন্ হন্ যাবি আঁর সাম্পানে ’

গান শুনে প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়; বললেন, খুব ভালো, খুব সুন্দর।

এসময় চট্টগ্রাম প্রান্তে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম, বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জি এম নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ এক এম ফয়জুল্লাহ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।