পাসপোর্টের ঠিকানা ব্যতীত প্রবাসীরা অন্য কোথাও অবস্থান করলে থানায় যোগাযোগের নির্দেশ

পাসপোর্টের ঠিকানা ব্যতীত প্রবাসীরা অন্য কোথাও অবস্থান করলে থানায় যোগাযোগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক।।

নিজ পাসপোর্টের ঠিকানা ব্যতীত প্রবাসীরা অন্য কোথাও অবস্থান করলে জানোনোর অনুরোধ করা হয়েছে। থানাকে অবহিত না করে পাসপোর্টের ঠিকানা ব্যতীত সদ্য দেশে আসা প্রবাসীদের অন্য কোথাও পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মার্চ থেকে দেশে প্রবাসীদের মধ্যে পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকানায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিতসহ করোনা প্রতিরোধে মাঠে নেমেছে সেনাবাহিনী। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার বিষয়টি জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আজ মঙ্গলবার থেকে মাঠে থাকছে সেনাবাহিনী। তবে গুরুত্বপূর্ণ এই কাজে তাদের সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীও অংশগ্রহণ করবে।

আইএসপিআর পরিচালক বলেন, ‘পরম আস্থা থেকে সেনাবাহিনীকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালনে সেনাবাহিনীর মূল লক্ষ্য থাকবে, প্রথমে যে বিদেশ থেকে প্রত্যাবর্তন করেছেন, সেই নাগরিকগুলোকে তাদের স্ব স্ব অবস্থানে নির্ণয় করে তারা কোয়ারেন্টিনে আছে কিনা সেটা নিশ্চিত করব। এটা মূল কাজ।’

যারা কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছেন, বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করছেন এবং সামাজিক যোগাযোগ রাখছেন, তাদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা- এমন প্রশ্নে লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘এই ক্ষেত্রে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হব, যে দলগুলোতে আমরা জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করব। এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন সবাইকে নিয়ে সমন্বিত দল হয়ে আমরা এটাকে নিশ্চিত করব।’

এ সময় তিনি বলেন, ‘সম্ভব না হলে আমরা ‘‘এনফোর্স’’ করব’। এনফোর্স করবেন বলতে? উপস্থাপিকার এমন প্রশ্নে এ সেনা কর্মকর্তা বলেন, ‘মানে আমরা নিশ্চিত করব। নিশ্চিত করব যে যেভাবে বলা হয়েছে যে জায়গাগুলো ইয়া করা হয়েছে, যেখানে যাওয়া উচিত না, এ সময়ে একটু..।’