ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় ব্যাচ'৯৫ এর রজতজয়ন্তী সম্পন্ন

ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় ব্যাচ'৯৫ এর রজতজয়ন্তী সম্পন্ন
ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় ব্যাচ'৯৫ এর রজতজয়ন্তী সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

মেধা বিকাশ ঘটাতে সক্ষম ও আদর্শবান ব্যক্তিত্ব গড়তে প্রধান সহায়ক বিদ্যালয় ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ব্যাচের মিলনমেলা হচ্ছে শুনে আনন্দিত হয়েছেন বলে মন্তব্য করেন প্রফেসর ড.মুহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী।ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় ১৯৯৫ সাল ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

“আগামী প্রজন্মের তরে, সুখী সমৃদ্ধি জীবন গড়ার দৃঢ় প্রত্যয় ” এই স্লোগানকে লক্ষ্য রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় রজতজয়ন্তী অনুষ্ঠান।

অনুষ্ঠানের আহবায়ক মুহাম্মদ বাবুল খাঁনের সভাপতিত্বে ও উপস্থাপিকা শ্রেয়সী স্রোতসিনীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চবি’র সাবেক ভিসি প্রফেসর ড.মুহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এ কে এম জাফর উল্লাহ, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, লায়ন কামাল উদ্দিন, আলহাজ্ব নিজাম উদ্দিন, বাহাদুর খান, সলিমপুর চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, অধ্যক্ষ কায়সারুল আলম, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষক এস এম গোলাম খালেক, আমজাদ হোসেন।

ঐতিহাসিক ভাষণ নিয়ে বক্তারা বলেন, ৭ মার্চের ভাষনটি ছিল অতিতের যন্ত্রানাময়, বর্তমান মুক্তির আকাঙ্ক্ষা, ভবিষ্যতে শত্রু মোকাবেলার স্বাধীন দেশ প্রতিষ্ঠা করা। এই দিনটি হতে জাতীর ভাগ্য বদল ও স্বাধীনতার সূচনা হয়েছিল।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পুনর্মিলনীর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটছে ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছে। এসব অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের সকল কার্যক্রমে এবং শিক্ষকদের খবরাখবর নেওয়া উচিত।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব গিয়াস আজম শাহ।”প্রয়াস” নামে একটি স্বারক সম্পাদনা করেন মুহাম্মদ তাজ উদ্দিন ও মুহাম্মদ আলমগির।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও বর্ণাঢ্য র‍্যালি মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এছাড়াও স্মৃতিচারণ, র‍্যাফেল ড্র, মধ্যাহ্নভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এতে আরো উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন, আবু কাউসার,আলাউদ্দিন, সরোয়ার জাহান,দিদারুল আলম, মামুন,সাহিম, জিয়াউর রহমান, আফতাব উদ্দিন, আয়ুব আলী, সাংবাদিক সাঈদুল হক, হেলাল উদ্দিন, ঝর্না আকতার, সেলিনা আকতার কলি, নুর জাহান রিনি, শহিদুল হাসান নয়ন,বদিউল আলম, মঞ্জুর আহমেদ, হেলাল উদ্দিন প্রমুখ।