বাংলাদেশে উৎপাদিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রফতানিতে নিষেধাজ্ঞা

বাংলাদেশে উৎপাদিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রফতানিতে নিষেধাজ্ঞা
বাংলাদেশে উৎপাদিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রফতানিতে নিষেধাজ্ঞা

পোস্টকার্ড ডেস্ক।।

দেশে উৎপাদিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিদেশে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বানিজ্য মন্ত্রানালয়। সেই সঙ্গে এসব সামগ্রী করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহার হওয়ায় আপাদত এসব দেশের মানুষের কাছে অতিরিক্ত মুনাফা না করে সহজলভ্যে বিক্রি করার আহ্বান জানিয়েছে বানিজ্য মন্ত্রানালয়।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিষ্ঠান আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের নিয়ন্ত্রক মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত এসব পণ্যের রফতানি জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

উল্লেখ্য, দেশে করোনার আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে যায়। তাই এ সময় পণ্যগুলোর রফতানি চলমান থাকলে দেশের জনগণের সুরক্ষায় ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকে এ নির্দেশনা দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়।