বাংলাদেশিরা ভারতে যেতে পারছে তামাবিল সীমান্ত দিয়ে

বাংলাদেশিরা ভারতে যেতে পারছে তামাবিল সীমান্ত দিয়ে
বাংলাদেশিরা ভারতে যেতে পারছে তামাবিল সীমান্ত দিয়ে

পোস্টকার্ড ডেস্ক ।।

বাংলাদেশিরা শনিবার বেলা ১টার পর থেকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে পারছে। এর আগে শুক্রবার নিরাপত্তাজনিত কারণে এ সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ভারতে যেতে পারেননি।

শনিবার বেলা ১টা থেকে বাংলাদেশি নাগরিকরা তামাবিল সীমান্ত দিয়ে ডাউকি হয়ে ভারতে প্রবেশ করছেন। সিলেটের তামাবিল ইমিগ্রেশন সূত্র সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, বেলা ১টা থেকে যাত্রীরা ভারত যেতে পারছেন। ভারতীয় অভিবাসন কর্মকর্তারাও যাত্রী প্রবেশে বাধা দিচ্ছেন না।

এর আগে শুক্রবার ভারতের নাগরিকত্ব বিল নিয়ে উত্তেজনার পর মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যে কারফিউ জারির পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশিসহ অন্য সব বিদেশিদের সে দেশে প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল। পূর্ব কোনো ঘোষণা ছাড়া আচমকা এই বাধায় বিপাকে পড়েন বাংলাদেশি পর্যটকরা।

আগে থেকে না জানায় শুক্রবার সকাল থেকে অনেক পর্যটক তামাবিলে জড়ো হয়। বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাদের ছেড়ে দেওয়া হলেও ভারতীয় ইমিগ্রেশন আটকে দেয়। ফলে ভারতের ডাউকি থেকে ফিরে আসতে হয় তাদের। শনিবার বেলা ১টার পর থেকে ভারতে প্রবেশে অনেকটা শিথিল হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে ডাউকি হয়ে সাধারণত ভারতের মেঘালয় রাজ্যে বেরাতে যান বাংলাদেশিরা। শুক্রবার ছুটির দিন হওয়ায় পর্যটকদের ভিড় ছিলও তুলনামূলক বেশি। কিন্তু বৃহস্পতিবার থেকে মেঘালয়ের শিলংসহ কয়েকটি এলাকায় কারফিউ জারি করায় যাত্রীদের সেখানে যেতে দেওয়া হয়নি।