বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা অঙ্গিকারবদ্ধ- সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা অঙ্গিকারবদ্ধ- সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা অঙ্গিকারবদ্ধ- সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব

ডেস্ক নিউজ ।। 

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গিকার নিয়ে 'সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব' এগিয়ে যেতে চায়। আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল ধরণের অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার, নারী ও শিশু নির্যাতন, ঘুষ, হয়রানি, হেনস্তা, জুলুম, মানবাধিকার লঙ্ঘন, সাগর থেকে বালু উত্তোলন, পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষ নিধন করে পরিবেশের ক্ষতিসাধন ও সরকারি সম্পত্তি নষ্ট, জবরদখল অথবা বেহাত হওয়ার তথ্য দিন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবে।

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব জনগণের কথা তুলে ধরতে বদ্ধপরিকর। আমাদের ভাষা সীতাকুণ্ডের গণমানুষের ভাষা, আমাদের ভাষা আপামর জনতার ভাষা। পেইড-হলুদ, অপসাংবাদিকতা ও দুর্নীতিবাজদের নির্লিপ্ত দালালি থেকে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সদস্যরা যোজন যোজন দূরে। জনতার অধিকার আদায়ে আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চলছে, চলবে।

তথ্য জানাতে মুঠোফোনঃ

মোহাম্মদ ইউসুফ খান

সভাপতি, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব

সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি

দৈনিক ভোরের কাগজ

01813-251722(what’sapp)

এমরানুল ইসলাম মুকুল

সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব

সিনিয়র রিপোর্টার, দৈনিক আমার বার্তা

01985-056392 (what'sapp)

এছাড়াও আমাদের পেইজবুক পেইজ ও গ্রুপে যেকোন তথ্য জানাতে পারেন। পেইড দালালদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ রইলো। - প্রেস বিজ্ঞপ্তি