মীরসরাইয়ে হাসপাতাল সড়কে ভোগান্তি

মীরসরাই প্রতিনিধি ।।

মীরসরাইয়ে হাসপাতাল সড়কে ভোগান্তি
মীরসরাইয়ে হাসপাতাল সড়কে রোগী ও শিক্ষার্থীদের ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পথটি দিয়ে দীর্ঘদিন সাধারণ মানুষ দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে। শুধু রোগী ও সাধারন মানুষ নয় ,একটি বিদ্যালয় ও একটি মাদ্রাসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও একই সড়কের কাদা মাটি পার হয়ে যাতায়াত করে।
মীরসরাই উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি ৮নং দুর্গাপুর ইউনিয়নের মস্তাননগরে অবস্থিত।
সাড়ে ৪ লক্ষ মানুষের চিকিৎসাসেবার জন্য যা বিকল্পহীন হাসপাতাল। যানবাহনের সুবিধার জন্য মহাসড়ক দিয়েই দূরদূরান্তের যাত্রীরা চলাচল করতে হয় বলে অধিকাংশ রোগীরাই এখন হাসপাতালের পেছনের পূর্ব পার্শ্বের মহাসড়কেই নেমে এই রাস্তা দিয়ে হাসপাতালে আসে। আবার কয়েকটি গ্রামের সাধারন মানুষের যাতায়াত, শাহ কালা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে। কিন্তু মাত্র কোয়ার্টার কিলোমিটারের এই রাস্তাটি কালের বিবর্তনের পর আজো কাঁচা থেকে যাওয়ায় রোগী সহ সর্বসাধারনকে কাদা মাড়িয়েই যেতে হয় হাসপাতালে, বিদ্যালয়ে কিংবা গন্তব্যে। আর খুব অসুস্থ রোগী হলে কোলে বা কাঁধে করেই নিয়ে যেতে হচ্ছে। এই বিষয়ে দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, এই রাস্তাটি পাকা করা প্রয়োজন চলাচলকারী সকলের কল্যানে, শীঘ্রই এই বিষয়ে উদ্যোগ গ্রহন করা হবে। মীরসরাই উপজেলা প্রকৌশলী আহসান হাবিব জানান ,এই রাস্তাটি উন্নয়নের বিষয়ে আমি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো, আর এতে আশা করছি শীঘ্রই মানুষের দূুর্ভোগ লাঘব হবে।