মালয়েশিয়ার অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহাথিরই

মালয়েশিয়ার অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহাথিরই
মালয়েশিয়ার অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহাথিরই

আন্তর্জাতিক ডেস্ক ।।

ড. মাহাথির মোহাম্মদকেই দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দেশটির রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করলেও অন্তবর্তী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন।

সোমবার  আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

মালয়েশিয়ার সংবিধানের ৪৩ ধারার ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত মাহাথিরকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

মাহাথির সরকারের মুখ্যসচিব মোহদ জুকি আলি বলেন, মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা। তবে নতুনভাবে সরকারপ্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

মোহাম্মদ জুকি বলেন, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠিত হওয়া পর্যন্ত মাহাথিরই দেশের প্রশাসনিক সব বিষয় দেখাশোনা করবেন।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী পদ থেকে মাহাথিরের পদত্যাগের পরই গুঞ্জন ওঠে, দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। তিনি ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিমের স্ত্রী।

এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাহাথিরকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন দেশটির রাজা। নতুন সরকার গঠন করতে হলে সংসদের ২২২ সদস্যের মধ্যে অন্তত ১১২ জনের ভোট প্রয়োজন।

রাজনৈতিক জীবনের মতো মাহাথিরের ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্র্যময়। মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ছেড়ে স্থানীয় একটি বাজারে কলা বিক্রি শুরু করেছিলেন। ১৯৪৬ সালে ২১ বছর বয়সে রাজনীতিতে নামেন। তারপর একদিন প্রধানমন্ত্রী।