যেন করোনা সংক্রমণের হটস্পটে পরিণত না হয় পশুর হাট,মেয়রের সঙ্গে মতবিনিময়ে সুজন

যেন করোনা সংক্রমণের হটস্পটে পরিণত না হয় পশুর হাট,মেয়রের সঙ্গে মতবিনিময়ে সুজন
যেন করোনা সংক্রমণের হটস্পটে পরিণত না হয় পশুর হাট,মেয়রের সঙ্গে মতবিনিময়ে সুজন

পোস্টকার্ড ডেস্ক।।

কোরবানি পশুর হাট যাতে করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হতে না পারে সেদিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের নিকট আহ্বান জানিয়েছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি গতকাল শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে মতবিনিময়কালে উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই মুসলিম সমপ্রদায়কে এবারের ঈদুল আযহা পালন করতে হবে। প্রতিদিনই এ ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই এবারের কোরবানি পালনে আমাদেরকে অবশ্যই সংযমী হতে হবে। জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংক্রমণ রোধে কিছু প্রস্তাবনা চসিক মেয়রের কাছে উপস্থাপন করেন তিনি। প্রস্তাবনাগুলোর মধ্যে প্রতিটি পশুর হাটের প্রবেশমুখে তাপমাত্রা পরিমাপক যন্ত্র এবং জীবাণুমুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা, মাস্ক ছাড়া ক্রেতা-বিক্রেতার হাটে প্রবেশাধিকার নিষিদ্ধ করা, শিশু ও বৃদ্ধদের হাটে অনুৎসাহিত করা উল্লেখযোগ্য।

মেয়র নাছির তার বক্তব্যে জনদুর্ভোগ লাঘবে নাগরিক উদ্যোগ নাগরিক সমস্যা নিয়ে সোচ্চার থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাট পরিচালনার জন্য ইতিমধ্যে ইজারাদারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি নিজেও পশুর হাটে গিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ক্রেতা-বিক্রেতাদের উদ্বুদ্ধ করেছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. হোসেন হীরন, শৈবাল দাশ সুমন, আব্দুর রহমান মিয়া, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মো. হোসেন, মোরশেদ আলম, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।