রেলের সাড়ে ৪ একর জায়গা আমবাগান থেকে উদ্ধার

রেলের সাড়ে ৪ একর জায়গা আমবাগান থেকে উদ্ধার

চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন জায়গা থেকে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। এতে প্রায় সাড়ে ৪ একর জমি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর পাহাড়তলী আমবাগান ও রেল কলোনি এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

অভিযানে এক হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় সাড়ে ৪ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় দেড়শ কোটি টাকা বলে জানায় রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম পূর্বকোণকে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে টিনশেড, সেমিপাকা ও আধা সেমিপাকা স্থাপনা নির্মাণ করেন দূর্বৃত্তরা। সেখান থেকে ১ হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।