লতিফপুর ঐতিহ্যবাহী বহদ্দারবাড়ীর পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

লতিফপুর ঐতিহ্যবাহী বহদ্দারবাড়ীর পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত
লতিফপুর ঐতিহ্যবাহী বহদ্দারবাড়ীর পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

সীতাকুন্ড প্রতিনিধি।।

প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো সীতাকুণ্ড উপজেলার ১০ নং ছলিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লতিফপুর বহদ্দার বাড়ীর পারিবারিক মিলন মেলা। বহরদারবাড়ী কল্যাণ ষ্ট্রাস্ট কৃর্তক আয়োজিত শুক্রবার সমুদ্র উপকুলে অনুষ্টিত হয় দিনব্যাপী উক্ত মিলন মেলায় প্রায় ১০০ টি পরিবারের ৭০০ শত জন মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী বহরদারবাড়ী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৭ বছর ধরে আয়োজন করে আসছে এই মিলন মেলা।

শুক্রবার সকালে কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা আয়োজন। গুণীজন সন্মাননা, মহিলাদের জন্য মিউজিক্যাল পিলো, পুরুষদের জন্য হাড়িভাঙ্গা, বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো,স্কুল শিক্ষার্থীদের পুরস্কার বিতরন, রক্তের গ্রুপ পরিক্ষা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র। সকল দুঃখ-কষ্ট ভুল দিনব্যাপী আনন্দ-আড্ডা, সুখ-দুঃখের ভাগাভাগি ও গান-কৌতুকে মুখরিত হয়ে উঠে পারিবারিক মিলনমেলা। সাংস্কৃতিক আয়োজনে নৃত্য-তালের মূর্ছনায় আত্মীয়-স্বজনের আবেগ-উচ্ছাসের প্রাণ স্পন্দন আরো বাড়িয়ে দেয়।

বহরদারবাড়ী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দীন আহমদ এফ সি এ বলেন, মানুষে মানুষে ভ্রাক্তিত্বের বন্ধন আরো মজবুদ করতে, সকল হিংসা-বিবাদ দুর করতে প্রতিবছরই আমরা এই মিলন মেলার আয়োজন করে আসছি। এছাড়া বহরদারবাড়ী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন কল্যাণমূখী কাজগুলো করে থাকি।