সীতাকুণ্ডে চলছে কৃষিজমিতে পুকুর কেটে মাটিবিক্রির বাণিজ্য, এসিল্যান্ডের অভিযান

সীতাকুণ্ডে চলছে কৃষিজমিতে পুকুর কেটে মাটিবিক্রির বাণিজ্য, এসিল্যান্ডের অভিযান
সীতাকুণ্ডে চলছে কৃষিজমিতে পুকুর কেটে মাটিবিক্রির বাণিজ্য, এসিল্যান্ডের অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডে চলছে কৃষিজমিতে পুকুরকাটার মহোৎসব । জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না- এমন আইনকে উপেক্ষা করে কৃষকদের জমিতে পুকুরকাটার সুফলের লোভ দেখিয়ে মাটিবিক্রির বাণিজ্যে মেতে ওঠেছে একটি প্রভাবশালী মাটি-বিক্রেতাচক্র।

ইতিমধ্যে এ উপজেলায় তিন ফসলি কৃষিজমিতে প্রায় শতাধিক পুকুর খনন করেছে মাটি-বিক্রেতারা। দিনরাত কৃষিজমির মাটিকাটার ফলে সীতাকুণ্ডে আশংকাজনকহারে কমছে কৃষিজমি, লোভের ফাঁদে পড়ে কৃষকরা হারাচ্ছে তাদের উর্বর ফসলি মাঠ। প্রশাসনের পক্ষ থেকে মাটি-বিক্রেতাদের বারবার সতর্ক করা হলেও সাময়িক বিরতি দিয়ে পুনরায় মাটি কাটায় লিপ্ত মাটি-ব্যবসায়ীরা।

এ অবস্থায় বুধবার (৫ মে) রাত সাড়ে এগারোটায় অবৈধভাবে কৃষিজমির মাটিকাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সহযোগিতায় সীতাকুণ্ড পৌরসভার ১ নং ওয়ার্ড এয়াকুবনগর এলাকায় পরিচালিত ওই অভিযানে মাটিকাটার ৩টি মাটিভর্তি ড্রামট্রাক ও একটি মাটিকাটার এস্কেবেটর জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে পৌরসভার ১ নং ওয়ার্ড এয়াকুবনগর এলাকাস্থ দরার বিলের বিশাল অংশজুড়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছে ওই এলাকার জনৈক জয়নাল আবেদীন। এস্কেবেটর দিয়ে কাটা প্রতিদিন শত শত ট্রাক মাটি বিভিন্ন ইটভাটা, পুকুর ভরাট ও নতুন ফ্যাক্টরি নির্মাণের কাজে সরবরাহ করছেন তিনি। কর্তন করা এসব মাটির প্রতি ট্রাক বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকায়।

জানা যায়, প্রতি বছর কৃষি জমির মাটি কেটে বিক্রি করেন জয়নাল। এতে এয়াকুবনগর এলাকায় কৃষিজমির পরিমাণ আগের চেয়ে অর্ধেক কমে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।

জয়নালের এসব পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে এলাকাবাসী উদ্বিগ্ন থাকলেও তার বিরুদ্ধে তেমন কোনও কার্যকর ব্যবস্থা চোখে পড়েনি। তাই এসিল্যান্ডের এই অভিযানকে ইতিবাচক ও প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, এয়াকুবনগর এলাকায় মাটিকাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। সেখান থেকে মাটি পরিবহনের ৩টি ড্রামট্রাক ও মাটিকাটার ১টি এস্কেবেটর জব্দ করা হয়েছে। মাটিকাটায় জড়িত ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে তাৎক্ষণিকভাবে কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। তাদেরকে হাজির হতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।