সীতাকুণ্ড থেকে ১০ টন জাটকা জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

সীতাকুণ্ড থেকে ১০ টন জাটকা জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
সীতাকুণ্ড থেকে ১০ টন জাটকা জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

পোস্টকার্ড ডেস্ক ।। 

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মো. ইদ্রিস (৫০) নামে এক জাটকা ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। গোয়েন্দা পুলিশ জেলা ও মৎস্য অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১০ টন জাটকা জব্দ করা হয়। পরে এসব জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত ইদ্রিস একজন মাছ ব্যবসায়ী। তিনি নগরীর ফিশারিঘাট ও দোভাষঘাট থেকে জাটকা সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকা জব্দ ও তাকে আটক করে দণ্ড দেওয়া হয় জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;