সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা সাধারণ কাউন্সিলর প্রার্থী

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা সাধারণ কাউন্সিলর প্রার্থী
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা সাধারণ কাউন্সিলর প্রার্থী

সীতাকুন্ড প্রতিনিধি ।।

কাউন্সিলর প্রার্থী হিসাবে ৮২জন মনোনয়ন নিয়েছিলেন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে । আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৭১জনই মনোনয়নপত্র দাখিল করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মদ।

আগামি ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যদি কোন মনোনয়নপত্র বাতিল না হয়, তাহলে তারা প্রত্যেকে নির্বাচনের জন্য যোগ্যতা অর্জন করবেন। এছাড়া যাচাই-বাচাইকৃত প্রার্থীরা চাইলে আগামি ১০ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র প্রত্যাহারও করতে পারেন।

১ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল ০৮ জন। তারা প্রত্যেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে প্রার্থীরা হলেন, নিজাম উদ্দিন নিজামী, আনোয়ার হোসেন, মোঃ সেলিম উদ্দিন, মোঃ আবুল হাসেম চৌধুরী, মোহাম্মদ নুরুল কবির, মোঃ ইউনুছ মিয়া, দিদার আলম ও মোঃ বেলাল হোসেন।

২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল ছয়জন। তারাও প্রত্যেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, মো. বদিউল আলম, আকবর হোসেন, মোঃ হারুন-অর-রশিদ, মো. শহিদুল হক, মো. সেলিম কুরাইশি ও মোহাম্মদ আবু তাহের

৩ নং ওয়ার্ডেক কাউন্সিলর হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল আটজন। তারাও প্রত্যেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, একেএম শামসুল আলম, সেতু দাশ, হানিফ মাহমুদ, মো. নাছির উদ্দিন, কামাল উদ্দিন, মোঃ হাসান চৌধুরী, স্বপন কুমার বণিক ও মো. ফসিউল আলম।

৪ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল পাঁচজন। কিন্তু এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। প্রার্থীরা হলেন, হারাধন চৌধুরী,অমল চন্দ্র শীল, মোঃ আমিনুল ইসলাম ও মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।

৫ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল ১১জন। কিন্তু এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০জন। প্রার্থীরা হলেন, মোঃ জোবায়ের হোসেন শাওন চৌধুরী, বিজয় ভট্টাচার্য, মোহাম্মদ রফিকুল নবী বাহার,মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ শফিউল আলম চৌধুরী মুরাদ, মোঃ আবুল হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন ও মোফাখখরুল আলম চৌধুরী

৬ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল সাতজন। তাদের সবাই জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, মুহাম্মদ দিদারুল আলম, নূর মোহাম্মদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ কামরুল হাসান, মো. জহুরুল আলম, আরিফুল আউয়াল ও মোঃ জহুরুল আলম।

৭নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল সাতজন, কিন্তু জমা দিয়েছে ছয়জন। প্রার্থীরা হলেন, মোঃ ফজলে এলাহী, রতন মিত্র, তরিকুতুল হক চৌধুরী, মাসুদুল আলম, মোঃ আলাউদ্দিন ও নুরুল আকবর।

৮ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল ১১ জন। তারা প্রত্যেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, রফিকুল নবী বাহার, রফিকুল আলম, মোঃ মফিজুর রহমান, সুজিত দাস, স্বপন কান্তি পাল, মোহাম্মদ নাসির উদ্দিন, সালাহউদ্দিন, মোহাম্মদ সেলিম, মোঃ হুমায়ুন কবির, খুরশিদ আলম ও মোহাম্মদ সোহেল চৌধুরী।

৯ নং ওয়ার্ডে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৯ জন। কিন্তু জমা দিয়েছেন মাত্র ১২ জন। প্রার্থীরা হলেন, মোঃ আনোয়ার হোসেন, শওকত হোসেন, মোঃ জুলফিকার আলী মাসুদ, চন্দন রায় চৌধুরী, মোঃ সোহেল রানা,মোঃ শাহ জালাল চৌধুরী, মোঃ বেলাল হোসেন, নিজামুদ্দীন বাদশা , মোহাম্মদ জাহেদ চৌধুরী,মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, মোঃ কামাল হোসেন ও নুরুল হক।