সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সীতাকুন্ড প্রতিনিধি।।

সীতাকুন্ড পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো শনিবার বিকালে এক অনাড়ম্বর সুন্দর আয়োজনের মধ্য দিয়ে।

সংগঠনটির সভাপতি ও পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্ডিলর সাবেক প্রতিভাবাণ ছাত্রনেতা কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলোর সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যাংকার স্বপন কুমার নাথের সঞ্চানালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সীতাকুন্ড উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী, সাংস্কৃতিক পরিষদ সীতাকুন্ড উপজেলার সভানেত্রী সুরাইয়া বাকের। প্রধান বক্তা ছিলেন সীতাকুন্ড ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুনীল বন্ধু নাথ।

বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক ও সাবেক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মার্শেল কবির পান্নু, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব, সীতাকুন্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক ও জাফর নগর অপর্নাচরন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দীপক কান্তি চৌধুরী, সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সাবেক ছাত্রনেতা হাসান মানিক, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য মোঃ ওমর ফারুখ, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য শামিমা আক্তার লাভলী, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য আতাউল হাকিম আরিফ।

বক্তব্য রাখেন মোঃ জামাল উদ্দীন, সাহাবুদ্দীন আজাদ, সাবেক ছাত্রনেতা রবিউল আলম, জয়নাল আবেদীন, নোয়ামিয়া কন্ট্রাক্টর, আলেয়া বেগম, কামরুন্নাহার নীলু, বন্দনা রানী দেবী, জেসমীন আক্তার, মোঃ মোরশেদ, অমর শীল, রফিক মিয়া, মৃনাল কান্তি বিশ্বাস, সালাহউদ্দীন মির্জা ও সজীব, সালাহউদ্দীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রধান উপদেষ্টা সুরাইয়া বাকের বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতিপূর্বে সীতাকুন্ডে আদর্শিক সংগঠন হিসেবে খ্যাতী অর্জন করেছে। কস্টিপাথরে বাছাই করে করে এ সংগঠনকে শ্রেষ্ট সংগঠনে পরিনত করে জাতির জনকের স্বপ্ন পূরনে ঈস্পাত কঠিন ঐক্য গড়ে সমস্ত ইউনিয়ন সম্মেলন নিশ্চিৎ করে সাংগঠনিক ভীত মজবুত করতে হবে যেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূর্নতা পায়।

প্রধান বক্তা অধ্যাপক সুনীল বন্ধু নাথ বলেন, সীতাকুন্ড উপজেলা হোক শ্রেষ্ঠ ও কল্যানের জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বিশেষ বক্তা মার্শেল কবির পান্নু বলেন, ইতিমধ্যে সীতাকুন্ড উপজেলা ও পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশন যেভাবে ধারাবাহিকভাবে কর্মসূচী পালন করছে তাতে বলার অবকাশ নেই যে, বাংলাদেশের মধ্যে সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবে শ্রেষ্ঠত্বের প্রমানিত দাবীদার।

বিশেষ বক্তা মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, উপস্হিত অতিথিদের সহযোগীতা পেলে সীতাকুন্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবে বাংলাদেশের দৃস্টান্ত স্হাপনকারী এক উজ্জ্বল আলোকবর্তিকা। বিশোষ বক্তা দীপক কান্তি চৌধুরী বলেন, আমরা হলফ করে বলতে পারি আমাদের কমিটির সকল নেতৃবৃন্দ ত্যাগের মহিমায় উদ্ভাষিত। আমরা দিতে জানি নিতে নয়।

সমাপনী বক্তৃতায় কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের জায়গায় আমরা ঐক্যবদ্ধ। আমাদের সংগঠনে কারো দ্ধারা চাঁদাবাজি মাস্তানী মাদক ব্যবসা এবং ঘৃনিত কোন অপকর্ম হবে না এবং হতে দিবো ও না। আলোচনা সভা শেষে পাঁচ ফাউন্ড ওজনে কেক কর্তন করে তা সকল নেতাকর্মীদের খাইয়ে দেয় একে অন্যকে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত প্রধান অতিথি সুরাইয়া বাকেরের জম্মদিন একইদিন ছিল বলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় সীতাকুন্ডের নারী জাগরনের অগ্রদূত মহিয়সী নারী নেত্রী সুরাইয়া বাকেরকে। জম্মদিন কেক খাইয়ে এবং শ্লোগানে শ্লোগানে তাঁর জম্মদিনকে অবিস্মরনীয় করে রাখে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীগণ।