সীতাকুণ্ডে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পৌর সদরে অভিযান

সীতাকুণ্ডে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পৌর সদরে অভিযান
সীতাকুণ্ডে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পৌর সদরে অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহারে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ড পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম তানজীর।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় বাজারের কয়েকটি দোকান মালিককে এবং মাস্ক পরিধান করার জন্য সাধারণ জনসাধারণকে সতর্ক করে দেন।

এসময় তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী, রিকশা চালক ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও মুখে পরিধান করতে বাধ্য করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম তানজীর বলেন, মাস্ক পরিধান বাধ্যতামূলক হলেও অনেকে তা না পরে বাইরে বের হচ্ছেন।মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পৌর সদরে অভিযান চালানো হয়।