সীতাকুণ্ডে সরকারী রাস্তা দখল, ভোগান্তিতে হাজারো মানুষ

সীতাকুণ্ডে সরকারী রাস্তা দখল, ভোগান্তিতে হাজারো মানুষ

মোহাম্মদ আলাউদ্দীন ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন মাদামবিবি হাট এলাকায় এলাকাবাসী দাবি কাগজে কলমে রাস্তা থাকলে ও বাস্তবে তার অস্থিত্ব নেই। কাগজে কলমে রয়েছে ৩০ফুট প্রসস্থ রাস্তা।বাস্তবে কোন জায়গায় রয়েছে ৫ ফুট আবার কোন জায়গায় রয়েছে ৭ফুট।  উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় ঘঠেছে এমন ঘঠনা । সড়কটি জাহানাবাদ মৌজার (বিএস দাগ নং-৩৬৭৫,৩৬৭৬,৩৬৮৫) সরকারী রাস্তা হিসাবে উল্লেখ রয়েছে।
বর্তমানে রাস্তাটি উভয় পার্শে বসবাসকারীগণ রাস্তা ও ড্রেন দখল করে রেখেছে প্রভাবশালী মহল । বর্তমানে ড্রেন ও রাস্তাটি সম্পুর্ন দখল করে অবৈধভাবে ঘর নির্মান করায় বর্ষাকালে পানি চলাচল ব্যহত হচ্ছে যার ফলে একদিকে যেমন রাস্তার গুনগত মান নষ্ট হচ্ছে অন্যদিকে পানি জমে তা বসতবাড়ির উপর দিয়ে প্রবাহিত হবে।দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কারনে কোন সংস্কার কাজ হচ্ছে ননা ববলে জানিয়েছে এলাকাবাসী। তারা আরো জানান অনেক বছরের পুরনো রাস্তা এভাবে দখলের ফলে চরম ভোগান্তিতে পড়েছে মাদামবিবিরহাট শাহ্‌জাহান উচ্চ বিদ্যালয়,মাদামবিবিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদামবিবিরহাট শাহজাহান সাদ্রাসা,বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজেরর শিক্ষার্থী ও গ্রামের হাজার হাজার মানুষ।
ভাটিয়ারি ইউনিয়নের ২নং ওয়াড়ের ইউপি সদস্য মোঃ সাহেদ আলম জানান এত দিন ধরে তার জোর পূর্বক ঐ জায়গা দখল করে রেখেছিল।
তারা এলাকাবাসীর সামনে কথা দিয়েছে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলবে। রাস্তাটি উম্মুক্ত করে দিবে জনসাধারণের চলাচলের জন্য। এই জায়গার তাদের কোন মূল ভিত্তি ছিলো না।
ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, রাস্তার কারনে শিক্ষার্থীসহ নারী ও বয়স্ক মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিষটি সমাধানের জন্য একাধিকবার বসা হয়েছে। রাস্তা নির্ধার করে সীমানা পিলার দেয়া হয়েছে। তখন উভয় পক্ষ মেনে নিলেও বর্তমানে একটি পক্ষ তা মানছেনা। সমাধানের করে অচিরেই রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে।