সীতাকুণ্ডে ধর্ষণ বিরোধী মানববন্ধন

সীতাকুণ্ডে ধর্ষণ বিরোধী মানববন্ধন
সীতাকুণ্ডে ধর্ষণ বিরোধী মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

দেশের বিভিন্ন স্থানে একের পর এক সংঘটিত ধর্ষণ ও নারীদের সম্ভ্রমহানির প্রতিবাদে সীতাকুণ্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় বসবাসরত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে মানববন্ধনটি সীতাকুণ্ড পৌরসদরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ধর্ষনের প্রতিবাদ জানায়। এ সময় প্রায় অর্ধশত শিক্ষার্থী মুখে লাল ক্রস চিহ্ন এটে তাদের নিজ নিজ প্ল্যাকার্ড প্রদর্শন করে।

প্রদর্শিত প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘‘ধর্ষণের সাথে সাথে ধর্ষকদের গ্রেফতার করুন, ধর্ষণের ছবি ভাইরাল না করে ধর্ষককে ধরিয়ে দিন, ধর্ষক ও ধর্ষকদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করুন, ধর্ষকদের সাথে আপোষ নয়-আইনের হাতে সোপর্দ করুন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিন এবং লাইভ টেলিকাস্ট করুন’’।