সীতাকুণ্ডের চার সাংবাদিকের সন্তানের জিপিএ-৫ অর্জন

সীতাকুণ্ডের চার সাংবাদিকের সন্তানের জিপিএ-৫ অর্জন

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের ৪ সাংবাদিকের সন্তান ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

এদের মধ্যে বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসানাতের মেয়ে ইবতিদা সিনাত চট্টগ্রাম জামালখানস্থ শাহওযালী উল্লাহ ইনস্টিটিউট এর শিক্ষার্থী। আবুল হাসনাতের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে।

সাপ্তাহিক সীতাকুণ্ডের প্রধান সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম সীতাকুণ্ডের পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। খায়রুল ইসলাম সীতাকুণ্ড পৌর এলকার বাসিন্দা।

সাংবাদিক নাছির উদ্দিন শিবলু’র একমাত্র মেয়ে সুরাইয়া আক্তার নাবিলা সীতাকুণ্ড সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নাছির উদ্দিনের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর এলাকায়।

পোস্টকার্ড বীডি.কম এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সময়ের আলো সীতাকুন্ড প্রতিনিধি সাংবাদিক শেখ মেজবাহ উদ্দীন খালেদ এর ছেলে শেখ আবরার খালেদ সাদী সারজন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। শেখ মেজবাহ উদ্দীন খালেদ এর বাড়ী সীতাকুন্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় ।  

এদিকে সাংবাদিকদের ছেলে-মেয়ের গৌরবময় অর্জনে সীতাকুণ্ডের সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন।