সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ২৮ ফেব্রুয়ারি দাওয়াতে খায়র ইজতেমা

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ২৮ ফেব্রুয়ারি  দাওয়াতে খায়র ইজতেমা
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ২৮ ফেব্রুয়ারি দাওয়াতে খায়র ইজতেমা

নিজস্ব প্রতিবেদক ।।

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে আগামি ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮ টা হতে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে দাওয়াতে খায়র ইজতেমা। সীতাকুণ্ড উপজেলা ইজতিমা প্রস্তুতি কমিটির ব্যবস্থাপনায় এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইজতেমা উপলক্ষে প্রস্তুতি সভা চসিকের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে দেওয়ানহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল হক, মোছাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ্ব কমরউদ্দিন সবুর, অ্যাড. জাহাঙ্গীর আলম চৌধুরী, মনজুর এলাহী, মৌলানা এমরান হাসান কাদেরী, মৌলানা আলী সিদ্দিকী, মৌলানা আতিকুল্লাহ, মৌলানা খোরশেদুল আলম, আলহাজ্ব মোবারক সওদাগর, কামাল উদ্দিনসহ স্থানীয় প্রস্তুতি কমিটির কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা।

আয়োজকরা বলেন, এতে অন্তত অর্ধলক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম হবে। সে হিসেবে প্রয়োজনীয় পয়ঃনিষ্কাশন, পানি, প্যান্ডেল, নামাজের ব্যবস্থাসহ সাধ্যের মধ্যে সব কিছু করা হচ্ছে। ফজরের নামাজের পর হতেই লোক সমাগম শুরু হবে, জুমার নামাজ হবে ইজতেমা মাঠে। সকাল ৮ টা থেকে শুরু হবে বয়ান। শরিয়তের বিধি-বিধানসহ প্রয়োজনীয় মাসায়েলসমূহের ব্যবহারিক শিক্ষা দিতে নিযুক্ত মুয়াল্লিমদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নির্ধারিত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন দেশবরেণ্য মুহাদ্দিস, মুফতি, মুফাচ্ছেরগণ। যথাসময়ে এশার নামাজ এবং এর পর পরই আখেরী মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।