সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবককে পিটিয়ে হত্যা মামলায় এসআইসহ দুইজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর

পোস্টকার্ড প্রতিবেদক ।।

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবককে পিটিয়ে হত্যা মামলায় এসআইসহ দুইজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবককে পিটিয়ে হত্যা মামলায় এসআইসহ দুইজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় প্রধান আসামী এসআই ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বাদী পক্ষ ৭ দিনের রিমান্ড চাইলে আজ রোববার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রবিউল আলম ও তার ভগ্নিপতি মিজানুর রহমানেরর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত এজাহার মিয়ার বড় ভাই আলমগীর হোসেন মানিক বাদী হয়ে গত বুধবার সীতাকুণ্ড মডেল থানায় এসআই ইকবাল পারভেজ রায়হান, তার ভাই ইমতিয়াজ আরামান এবং তার ভগ্নিপতি মিজানুর রহমানের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, গত সোমবার রাতে বোনের মোবাইল চুরির অপবাদে এজাহার মিয়াকে ঘরে ঢেকে নিয়ে ৪ ঘন্টা অমানবিক নির্যাতন করে একই এলাকার পুলিশ কর্মকর্তা ইকবাল পারভেজ রায়হান, তার ভাই ইমতিয়াজ আরামান এবং ভগ্নিপতি মিজানুর রহমান। পরদিন অর্ধমৃত অবস্থায় এজাহার মিয়াকে স্থানীয় ইউনিয় পরিষদ কার্যলয়ে রেখে চলে যায়। সেখানে তার মৃত্যু হয়।

এজাহার মিয়া ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে। অভিযুক্ত এসআই রায়হান আটক হওয়ার আগ পর্যন্ত নগরীর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ মাসুদুল আলম, প্রশাসনিক ট্রাইবুনাাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

বাদী আলমগীর হোসেন মানিক তার ছোট ভাইয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।